ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের নয়াহাট এলাকায় স্থানীয় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন শেষে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিয়াজ নুরুল রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আবুল বশর, সদস্য ইরফান উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান রুপু, ইউনিয়ন আাওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিমুল ধর, ভূজপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বাপ্পু, সুয়াবিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পেয়ারুল ইসলাম, হারুয়ালছড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল সিকদার, ছাত্রলীগ নেতা শহিদ, আলা উদ্দিন প্রমূখ।
এতে বক্তারা বলেন, ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) হারুয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়ি প্রাথমিক বিদ্যালায়ের সামনে জামায়াত-বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত কয়েক ব্যক্তি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করে। খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ইউনিয়ন ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ওই স্থানে উপস্থিত হয়ে তাদের কটুক্তি করতে নিষেধ করলে তারা দেশীয় অস্ত্রসহ লাঠি-সোঠা নিয়ে আমাদের নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এতে ৪ ছাত্রলীগ কর্মী আহত এবং দু’টি মোটরসাইলে ভাংচুর করে।
Leave a Reply