এমএ আজিজ স্টেডিয়ামের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঘোষণার দুই সপ্তাহের মাথায় চট্টগ্রাম মহানগরীর কাজির দেউড়ি এমএ আজিজ স্টেডিয়ামের চারদিকে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

রোববার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মং মারমা।

এর আগে গত ২ মার্চ আউটার স্টেডিয়াম পরিদর্শন করে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

জেলা প্রশাসক বলেন, আউটার স্টেডিয়ামে আর কোনো মেলা বসবে না। এখন থেকে আউটার স্টেডিয়ামে নিয়মিত খেলা হবে। মেলা হবে জঙ্গল সলিমপুরে। সরকারি যেসব জায়গা উদ্ধার করা হয়েছে, সেখানে মেলার জন্য জায়গা নির্ধারণ করে দেওয়া হবে।

অভিযানের বিষয়ে আরডিসি নু এমং মং মারমা বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আউটার স্টেডিয়ামের চারদিকে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও গুড়িয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে অবৈধ দখলে থাকা আউটার স্টেডিয়ামের জায়গা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি বাণিজ্যিক স্থাপনাও রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *