আ’লীগের মনোনয়ন ফরম নিলেন ব্যারিস্টার মনোয়ার

চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন আজ ২০ মার্চ সোমবার চট্টগ্রাম-৮ (বোয়ালখালী চান্দগাঁও) আসনে আসন্ন উপ নির্বাচনে অংশ গ্রহণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ।

এসময় চট্টগ্রাম নাগরিক ফোরামের নেতৃবৃন্দ ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রামের দুঃখ হিসেবে খ্যাত চাক্তাই খাল খনন আন্দোলনের প্রতিষ্ঠাতা, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে চট্টগ্রাম সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম রূপকার, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, চট্টগ্রাম নাগরিক ফোরামের সভাপতি, হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল লন্ডন এর সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার মনোয়ার হোসেন চট্টগ্রামের উন্নয়ন ও প্রগতিশীল সব আন্দোলন-সংগ্রামের অগ্রভাগে ছিলেন। লেখাপড়ার জন্য ইংল্যান্ডে পাড়ি জমানোর পর সেখানে গড়ে তোলেন গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। লন্ডনে বসবাসকারি বাংলাদেশী তথা চট্টগ্রামের মানুষকে এক ছাতার নীচে আনেন তিনি। স্টুডেন্ড ভিসা কিংবা অন্য উপায়ে যুক্তরাজ্যে যাওয়ার পর আইন গ্যাড়াকলে বা বিপদে পড়া দেশের মানুষের পাশে দাঁড়ান। চট্টগ্রামের প্রতি তার দরদ অপরিসীম। প্রায় ৪৫টি দেশ ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বিশ্ব বিখ্যাত বিদ্যাপিট কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, বিপিপি বিশ্ববিদ্যালয় লন্ডন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম রহমানিয়া উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম হামজারবাগ প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়ন করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *