সনজয় সেন,পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ার ইউএনওর মহৎ উদ্যেগে পটিয়া বাইপাসে দূর্ঘটনা রোধে রাত জেগে অভিযান পরিচালনা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১১ টায় পটিয়া বাইপাস রোডের বৈলতলি রোডের মাথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোড়ে রং সাইডে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে এস আই এন্টারপ্রাইজ বাসের ড্রাইভার মোঃ রবিউল ইসলামকে ১০,০০০ টাকা ও মাইক্রো বাসের ড্রাইভার মিলন মিয়াকে ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান।
তিনি ২৪ ঘন্টা নিউজকে বলেন, দূর্ঘটনা রোধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দূর্ঘটনা রোধে এ অভিযান ভূমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।
উল্লেখ্য, বাইপাসটি নির্মিত হওয়ার পর থেকে আজ পযর্ন্ত অন্তত ৮ জন নিহত এবং আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী এবং পথচারী। ইতিমধ্যে বিভিন্ন সংঘঠন জনগণ মারা যাওয়ার উৎকন্ঠা বাড়ার কারণে মানববন্ধন করেছে এই বাইপাস নিয়ে।
পরে প্রসাশনের উদ্যেগে বসানো হয়েছে স্প্রীড বেকার। তবু কিছু গাড়ী প্রতিনিয়ত বেপোরেয়া ভাবে চলার দায়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
Leave a Reply