সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার কুমিরা এস এ চৌধুরী ইনস্টিটিউট এর ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৫ম শ্রেণিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলেল পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ নুরুল আবছার চৌধুরী।
তিনি বলেন শিক্ষকরা তাদের সমস্ত মেধা শিক্ষার্থীদের দান করে দিতে হবে। এখানে কোন কৃপনতা করা চলবেনা। মন উজাড় করে তাদেরকে শেখাতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের সম্পদ। আমরা তাদেরকে নার্সিং করে গড়ে তোলতে হবে। এ ক্ষেত্রে মায়ের ভূমিকা অপরিসীম। মায়েরাই হচ্ছে এখন হাউস মেকার।
অনুষ্ঠানে বৃত্তি পাওয়া আতিয়া ইবনাত ইকরা, ফাহমিদা আলম আশফা, সাফিয়াত মামুন ইদি, মায়সুন সামান্তা নুরকে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ক্রেস্ট প্রদান করেন। ২০২২ সালে ১০% হারে ৪জন শিক্ষার্থী ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে ৪ জনই বৃত্তি লাভ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী, জাহাঙ্গীর আলম বিএসসি, কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল শীল, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ জাফর আহমদ, মোঃ জানে আলম , রফিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply