সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ (১৭ মার্চ থেকে তেইশে মার্চ ) মাতৃ স্বাস্থ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নুরউদ্দিন রাশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি সেকান্দর হুসাইন, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, রেজাউল করিম বাহার, রেহান উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুচছাপা মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফা আলম সরকার, যুব উন্নয়ন অফিসার শাহ আলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।