লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় সড়ক দুর্ঘটনার ১০ দিন পর মোহাম্মদ আনোয়ার (৩৫) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
আনোয়ার উপজেলার কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান হাজির পাড়ার সিরাজুল ইসলামের পুত্র এবং তিন সন্তানের জনক।
কলাউজান ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনোয়ার দীর্ঘদিন ধরে পদুয়ায় একটি অটো রাইসমিলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন গত ১১ মার্চ সকালে সিএনজি চালিত অটোরিক্সাযোগে কর্মস্থলে যাওয়ার পথে পদুয়ার তুলাতলী এলাকায় পৌঁছলে ওভারটেক করতে গিয়ে আরেকটি অটোরিক্সার পেছনে ধাক্কা দেয়। এসময় আনোয়ার অটোরিক্সা থেকে ছিটকে পড়ে বুকে গুরতর আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১০ দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় জানাজার নামাজ শেষে পূর্ব কলাউজানের হাজী পাড়াস্থ পারিবারিক কবরস্থানে নিহত আনোয়ারের লাশ দাফন করা হয়েছে ।
এদিকে, সড়ক দুর্ঘটনায় যুবক আনোয়ারের অকাল মৃত্যুতে স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তার আত্নীয়- স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
Leave a Reply