সীতাকুণ্ডে ইমাম-মোয়াজ্জেমদের মাঝে এমপি দিদারের উপহার ও ইফতার সামগ্রী বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন মসজিদেরর ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে সীতাকুণ্ড মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ,পাহাড়তলী আংশিক) এর সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

অনুষ্ঠানে উপজেলার ১৫শত ইমাম- মোয়াজ্জেম এর মাঝে উপহার সামগ্রী এবং প্রত্যেক মসজিদের মুসল্লীদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মডেল মসজিদের সভাপতি শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, মডেল থানার ওসি তোফায়েল আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা নুরউদ্দিন রাশেদ, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, রেহান উদ্দিন, নাজিম উদ্দীন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি কাজ্বী সাব্বির আহম্মেদ, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিনিধি জসিম উদ্দিন,কাউন্সিলর দিদারুল আলম এপোলো, মোফাক্করুল আলম, খোরশেদ আলম,সাহাবুদ্দিন প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *