সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড জোড়আমতল আলআমিন ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা থেকে (প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি) ডাঃ ইকবাল উর রশীদ চৌধুরী বুলবুলকে প্রতিষ্ঠাতা থেকে বাদ দিয়ে অন্য ব্যক্তিকে প্রতিষ্ঠাতা করার প্রতিবাদে সীতাকুণ্ড প্রেসক্লাবে শনিবার বিকাল ৫টায় সংবাদ সম্মেলন করেছে ডাঃ ইকবাল উর রশীদ চৌধুরী।
সীতাকুণ্ড প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের জোড়আমতলে আমি এলাকাবাসীকে নিয়ে ১৯৯৭ সালে আল আমিন ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করি এবং আমি মাদ্রাসার জন্য ৯শতক জায়গা দান করি। পর্যায়ক্রমে আরও ২লাখ টাকা দিয়ে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যায়।
তিনি আরও জানান আমি মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে সর্ব প্রথম জায়গা ও টাকা দানকারী। তাছাড়া ২০/৩/৯৭ সালের ২য় সভায় রেজুলেশন মোতাবেক আমি প্রতিষ্ঠাতা ও সভাপতি স্বীকৃতি দেই। কিন্তু আমি বিদেশ চলে যাওয়াই এবং একটি চক্র পরিকল্পিত ভাবে আমাকে প্রতিষ্ঠাতা থেকে বাদ দিচ্ছে।
তিনি সাংবাদিকদের বলেন আমি যেহেতু প্রথম ভূমি দাতা ও অর্থ দাতা। তাই আমাকে প্রতিষ্ঠাতা হিসাবে স্বীকৃতি দিতে হবে। এখন নতুন করে অনেকেই টাকা ও জায়গা দিবে তারা দাতা সদস্য হতে পারে কিন্তু প্রতিষ্ঠাতা হতে পারেনা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক্তার বুলবুলে স্ত্রী শাহনাজ বেগম, ও মোঃ সোহেল।
Leave a Reply