মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ হিসেবে ৮৩৯ পরিবারকে দুই শতক জমিসহ পাকা ঘর প্রদান করে চট্টগ্রামের রাউজান উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন উপজেলা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২২ মার্চ (বুধবার) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এই ঘোষণা করেন।
‘ক’ তালিকার অন্তর্ভূক্ত ৮৩৯ পরিবারের মধ্যে ১ম, ২য় ও তৃতীয় দফায় ৬১৬টি পরিবারকে জমির মালিকানা হস্তান্তরের পর গতকাল ২২ মার্চ (বুধবার) আরো ২২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির মালিকানা তুলে দেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব। অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply