সীতাকুণ্ড প্রতিনিধি: পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন রোজাদারের জন্য ইফতারের আয়োজনের উদ্যেগ নিয়েছে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল চৌরাস্তা জামে মসজিদে। প্রতি বছরের মতো এবারও শুক্রবার প্রথম রোজা থেকে শুরু হয়েছে এ আয়োজন। চলবে শেষ রোজা পর্যন্ত।
ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে ইফতারকালীন সময়ে মসজিদে রোজাদারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আসরের নামাজের পর থেকেই মসজিদের বারান্দায় রোজাদারদের মধ্যে ইফতার বণ্টনের কাজ শুরু হয়। এতে রেজাদরদের মিলনমেলায় পরিণত হয়। পুরো রমজান মাসজুড়েই চলবে এ ইফতার আয়োজন। এই আয়োজনে দুর দুরান্ত থেকে শত শত রোজাদার অংশ নেন। ইফতারে গ্রামের গরীব, অসহায়,শিশু- কিশোর ছাড়াও একই কাতালে বসে ইফতার করেন বিত্তবানরাও।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বলেন, আমরা মসজিদ প্রতিষ্ঠা করার পর থেকে প্রতি বছর রমজানে পুরো মাস ধনী-গরিব সকলের জন্যে ইফতারের আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারও এ আয়োজন কনেছি।
মসজিদের খাদেম, বিশিষ্ট রাজনীতিবিধ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, রমজান একটি পবিত্র মাস, ধর্মে কর্মে, দানে বছরের অন্য মাসের তুলনায় আলাদা। তার মধ্যে সাররাদিন রোজা রাখার পর সবাই একসাথে ইফতার করাটা সওয়াবের কাজ। আমরা প্রতিবছরের মতো এবারও পুরো মাসজুড়ে ধনী গরীব সকলে মিলে ইফতারের আয়োজন করেছি। সমাজের ধনাঢ্য ব্যক্তিরা যদি এলাকার প্রত্যেক মসজিদে সহযোগিতার হাত বাড়িয়ে ইফতার আয়োজন করেন, তাহলে গরিব ধর্মপ্রাণ মুসলমানদের ইফতারের আর কোনো সমস্যা হবে না।
Leave a Reply