সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের আহ্বায়ক কমিটি গঠন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে রেজিস্টার্ড সেচ্ছাসেবী ও যুব সংগঠন সমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের ২৩ সদস্য বিশিষ্ট আহ্বয়াক কমিটি নির্বাচিত হয়েছে।

আহ্বায়ক- লায়ন মো. গিয়াস উদ্দিন (কাকলী), সদস্য-সচিব- পলাশ চৌধুরী (ইপসা), সদস্যবৃন্দ- রাজু কামাল (অগ্রদূত), গাজী সামসুল আলম (উদিয়মান সমিতি), এ কে এম মসিউদদৌলা (বর্ণালী), মো. মঞ্জুর মোরশেদ চৌধুরী (ইপসা), মো. সোহেল (স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটি), নুরুল আবছার (ভাটিয়ারী একাদশ), এম ও এইচ কাইয়ুম (প্রতিভা সমাজ উন্নয়ন সংস্থা), মো. আবু তাহের (গরীবের বন্ধু ফাউন্ডেশন), মো. ওমর ফারুক (সীতাকু- যুব ব্লাড ফাউন্ডেশন), আহমদ আরমান সিদ্দিকী (মহসিন ফাতেমা যুব কল্যাণ ফাউন্ডেশন), মফিজুর রহমান সাজ্জাত (চক্রবাক ক্লাব), মো. ইকবাল হোসেন টিপু (গোলাবাড়ীয়া ক্লাব), আজমল হোসেন হিরু (মনিষা), এড. মো. সরোয়ার হোসেন লাভলু (দিশারী যুব ফাউন্ডেশন), রাশেদা আক্তার (হাসনাবাদ সমাজ উন্নয়ন সংস্থা), কাজী আলী আকবর জাসেদ (বিবর্তন), মো. মনিরুল আজিম হেলাল (চেতনা), লিটন চৌধুরী ( সীতাকুণ্ড প্রেস ক্লাব), মো. বেলাল হোসেন (সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি), ইঞ্জিনিয়ার মো. কামরুদৌজা (সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম), জেসমিন আক্তার, (যুবনারী উন্নয়ন ও প্রতিবন্ধী সহায়ক সংস্থা)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *