চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ২৬ মার্চ রোববার সকাল সাড়ে ১১টায় নগরীর আইস ফ্যাক্টরী রোডস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন, চট্টগ্রাম মেট্টো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সৌমেন মন্ডল, চট্টগ্রাম মেট্টো (উত্তর) কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বও দাস, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মারফিয়া আফরোজ, পরিদর্শক মোঃ নিজাম উদ্দিন খান, পরিদশক ব্রজলাল চাকমা ও পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম।

আলোচনা সভার পূর্বে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী। চট্টগ্রাম মেট্টো কার্যালয়ের হিসাবরক্ষক, সকল উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক ও সিপাইরা এসময় উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাস সংগ্রাম করে এই দেশটির স্বাধীনতা এসেছে। তাঁর জন্ম না হলে আমরা ’বাংলাদেশ’ নামক স্বাধীন রাষ্ট্র পেতাম না। বঙ্গবন্ধুর জন্মের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনার জন্ম বাস্তবে রূপায়নের সম্ভাবনা সুযোগ তৈরি হয়। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *