অবৈধ ক্ষমতা দখলকারীরা আজকে গণতন্ত্রের কথা বলে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয় বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়ে রাজনীতিতে এসেছে আজকে তারাই গণতন্ত্রের কথা বলে।

রোববার (২৭ মার্চ) বিআইসিসি মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করা। প্রথমে লেবাস পড়ে ক্ষমতায় উত্তরণ। রাজনীতিবিদদের গালি দিয়ে ক্ষমতা দখল করে, তারপর আবার সেই লেবাস খুলে নিজেরাই রাজনীতি হয়ে যাওয়া। আর উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করা এই কালচারটাই শুরু হয়েছিল বাংলাদেশে।

শেখ হাসিনা বলেন, আজকে সেই অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের হাতে তৈরি করা যে সংগঠন (বিএনপি) তারা নাকি গণতন্ত্র চায়। যাদের জন্মই গণতন্ত্রের মধ্যে হয়নি, যাদের জন্মই হয়েছে অবৈধ ক্ষমতা দখলের মাধ্যমে। আওয়ামী লীগ গণতন্ত্র দেয়নি, তারা গণতন্ত্র দেবে। আর গণতন্ত্রের জন্য নাকি তারা লড়াই করে। তোদেরকে জিজ্ঞেস করতে হয়, তোদের জন্মটা কোথায়।

তিনি বলেন, তারা নালিশ করে বেরায় তাদের ওপর নাকি খুব অত্যাচার করা হচ্ছে। আরে অত্যাচার তো আমরা করই নাই, অত্যাচার তো করেছে ওই বিএনপি-জামায়াত জোট।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে হাজার হাজার মানুষ হত্যা করেছে। সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা অফিসার, সৈনিক থেকে শুরু করে প্রায় কয়েক হাজার মানুষকে নির্বিচারে ফাঁসি দিয়েছে, গুলি করেছে, হত্যা করেছে। পরিবারগুলো তাদের লাশও পায়নি। জিয়ার আমলে সাদা মাইক্রোবাস ছিল। সেই মাইক্রোতে যে উঠেছে, সে আর মায়ের কোলে ফিরে আসতে পারেনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *