যথাযোগ্য মর্যাদায় রাঙামাটিতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
গত ২৬ মার্চ (রোববার) সূর্যোদয়ের সাথে সাথে সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় জেলা প্রশাসনের সাথে সাথে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, সরকারি বেসরকারি সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, রাঙামাটি প্রেস ক্লাব, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর সেনা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে মহান এই দিবসটি উদযাপন উপলক্ষে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে্য পুষ্পস্তবক অর্পণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply