২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক : মহান আওলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলাদে গাউসুল আযম (কঃ), সাজ্জাদানশীনে দপ্তরে গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আজিজুল হক মাইজভাণ্ডারী (কঃ) এর মুরিদ এবং দপ্তরে মাইজভাণ্ডারীর প্রবীণ খাদেম আলহাজ্ব আলী হায়দার ফকির মাইজভাণ্ডারী ইন্তেকাল করেছেন।
তিনি আজ ২৮ ডিসেম্বর শনিবার ভোর ৪টার সময় চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ৬৬ এবং তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ তার অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বা’দ আসর নগরীর পুরাতন রেল স্টেশন (শহর কুতব হযরত নজীর শাহ রহঃ এর মাজারের বিপরীত পাশে) তার জানাযা অনুষ্ঠিত হবে।
Leave a Reply