২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে রেলওয়ের নিরাপত্তাবাহিনী (আরএনবি)র বিশেষ টিমের অভিযানে এক টিকিট কালোবাজারি ধরা পড়েছে। ২৮ ডিসেম্বর শনিবার দুপুরে আন্ত:নগর ট্রেনের ১১টি আসনের ৮টি টিকিটসহ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার টিকিট কালোবাজারির নাম মো. মিজানুর রহমান (৩৮)। তিনি বি-বাড়িয়া জেলার কসবার নেমতাবাদ এলাকার মো. আবু তাহেরের ছেলে বলে জানিয়েছে আর এন বি।
তথ্যটি নিশ্চিত করেন আরএনবির সহকারী উপ-পরিদর্শক মো. শওকত হোসেন সজল। তিনি বলেন, চট্টগ্রাম রেলস্টেশনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে মিজানুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
একপর্যায়ে তার দেহ তল্লাশী করে বিভিন্ন আন্ত:নগর ট্রেনের ১১টি আসনের ৮টি টিকিট উদ্ধার করা হয়। এর মধ্যে ১১ টি আসনের ৪টি তূর্ণা এক্সপ্রেস, দুটি মহানগর এক্সপ্রেস এবং দুটি চট্টলা এক্সপ্রেস ট্রেনের টিকিট রয়েছে বলে জানিয়েছেন তিনি।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি ধরতে আরএনবির অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে গ্রেফতার কালোবাজারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আরএনবির পরিদর্শক আমান উল্লাহ আমান।
তিনি বলেন, গ্রেফতারকৃত টিকিট কালোবাজারীর সাথে আর কেউ সম্পৃক্ত আছে নাকি তা খতিয়ে দেখতে মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Leave a Reply