ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম কমেছে। গত মাসে ১২ কেজির দাম ছিল এক হাজার ৪২২ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ১৭৮ টাকা। ফলে ১২ কেজিতে কমেছে ২৪৪ টাকা।
আজ রোববার দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান নুরুল আমিন। এ মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে মার্চ মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৪৯৮ টাকা থেকে ৭৬ টাকা কমিয়ে এক হাজার ৪২২ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
Leave a Reply