সৌম্য’র রানে ফেরার ম্যাচেও কুমিল্লার পরাজয়

বিপিএলের চলতি আসরে শেষ তিন ম্যাচে সৌম্য সরকারের রান ছিল ০৫,১০,২০। তবে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ম্যাচে আজ (শনিবার) বড় রানের দেখা পেয়েছেন সৌম্য, বিপিএলে দীর্ঘ চার বছর পর ফিফটির স্বাদ পেয়েছেন তিনি। এমন দিনেও পরাজয়ের স্বাদ পেতে হলো কুমিল্লা ওয়ারিয়র্সকে।

ম্যাচে রাজশাহীর দেওয়া ১৯১ রানের পাহাড়সম লক্ষ্য টপকাতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। দলীয় ২৬ আর ২৯ রানের মাথায় তারা হারিয়ে বসে রবিউল ইসলাম রবি ও অধিনায়ক ডেভিড মালানের উইকেটে। যেখানে রবি ১২ ও মালানের ব্যাট থেকে আসে ৩ রান। এরপর কুমিল্লা দলের হাল ধরেন স্ট্যিয়ান ভ্যান জিল ও সৌম্য সরকার।

ওপেনিং থেকে চার নম্বরে ব্যাট করতে এসে নিজেকে মেলে ধরেন সৌম্য। তবে অপর প্রান্তে তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ভ্যান জিল। ব্যক্তিগত ১৯ রানের মাথায় মালিকের বলে একবার জীবন পেলেও পরের বলেই ২১ রান করে আউট হয়েছেন তিনি।

এরপর সাব্বির রহমানকে নিয়ে লড়াইয়ের ইঙ্গিত দেন সৌম্য। তুল নেন চলতি বিপিএলে নিজের প্রথম ফিফটি। তবে আজও ব্যর্থ সাব্বির রহমান। ২৩ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরে ডেভিড উইজ ও সৌম্য শেষ চেষ্টা চালালেও ১৫ রানের পরাজয় দেখতে হয় কুমিল্লাকে। যেখানে মাত্র ৪৮ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন সৌম্য।

এর আগে টসে হেরে শুরুতে ব্যাট করতে নামে রাজশাহী। দলের হয়ে ইনিংস শুরু করতে আসেন দুই ব্যাটসম্যান লিটন দাস ও আফিফ। ঝড়ো ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৫৬ রানের সংগ্রহ দাঁড় অরে দুজন। ১৯ বলে ২৪ রান করে লিটন সানজামুলের বলে আউট হলে ভাঙে তাদের পার্টনারশিপ। এরপর দলীয় দশম ওভারে রাজশাহী শিবিরে আঘাত হানেন সৌম্য সরকার। আফিফকে ফেরান ৪৩ রানের মাথায়। ৩০ বলের ইনিংসটি আফিফ সাজিয়েছেন ৬টা চার ও ১টা ছয়ের মারে।

খানিক বাদে রবি বোপারাও ১০ রান করে আউট হলে ১০৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে পদ্মা পাড়ের দলটি। সেখান থেকে নতুন ব্যাটসম্যান আন্দ্রে রাসেলকে নিয়ে দলীয় স্কোর বড় করার কাজ চালিয়ে যান মালিক। মাঝে তুল নেন চলতি বিপিএলে নিজের দ্বিতীয় ফিফটি। কম যাননি রাসেলও, ৪ ছক্কার সাহায্যে মাত্র ২১ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। শেষদিকে শোয়েব মালিকের ৩৮ বলে ৬১ রানের সুবাদে নির্ধারিত ওভার শেষে ১৯০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে রাজশাহী রয়্যালস।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী রয়্যালস: ১৯০/৪ (২০ ওভার)
মালিক ৬১, আফিফ ৪৩, রাসেল ৩৭*; সৌম্য ১/১৮, সানজামুল ১/২০।

কুমিল্লা ওয়ারিয়র্স: ১৭৫/৪ (২০ ওভার)
সৌম্য ৮৮*, সাব্বির ২৫, ভ্যান জিল ২১; মালিক ১/১৯, ইরফান ১/২৪।

ফল: রাজশাহী ১৫ রানে জয়ী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *