জমির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

উত্তর কাট্টলী জমির আহমদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ওয়ার্ড এলাকার এক হাজার মানুষের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী প্রদান করা হয়েছে। এই উপলক্ষে সোমবার ৩ এপ্রিল দুপুর ১ টায় সিটি গেইটস্থ একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করেছেন।

চসিক কাউন্সিলর ও জমির আহমদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্ব আবু সুফিয়ান ও হারুন উর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রা ৮ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী নোমান আল মাহামুদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, মোঃ ঈসা, হাজী বেলাল আহমদ, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিদারুল আলম মাসুম, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন জুয়েল, মোঃ ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান, আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, লোকমান আলী, মাষ্টার মোঃ কামাল উদ্দিন, সাইদুর রহমান পুতুল, তাজুল ইসলাম চৌধুরী তাজু, হাজী মোঃ ইদ্রিস মিয়া, মীর কাসেম দুলাল, লায়ন গিয়াস উদ্দিন চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী,ছাত্রনেতা মোঃ রোকন উদ্দিন চৌধুরী প্রমুখ।

সভায় আ জ ম নাছির উদ্দীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইফতার পার্টি না করে জনসাধারণের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করে যাচ্ছে। যার যার সামর্থ্য অনুযায়ী আমরা নেতাকর্মীরা বিভিন্ন উৎসব, দুর্যোগ, দুর্বিপাকে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছি। নেত্রী বলেছেন, কারো যদি দুইজন মানুষকে সাহায্য করার তৌফিক থাকে তাহলে তিনি দুইজনকেই সহযোগিতা করবেন। জমির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ড.নিছার উদ্দিন আহমেদ মঞ্জু এলাকার হাজারো মানুষকে সহযোগিতা দিচ্ছেন। এই কর্মকান্ড নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *