বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৮

বান্দরবানে, পাহাড়ি খাদে, পর্যটকবাহী, মাইক্রোবাস

বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ি সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপ‌জেলার রুমা-রোয়াংছড়ির সড়কের খামতাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার খামতাং পাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

রোয়াংছ‌ড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএনএ ও ইউপিডিএফের মধ্যে এ গোলাগুলি হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। তবে এ তথ্য নিশ্চিত হওযা যায়নি।

অপরদিকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট তাদের ফেসবুক পেজে নিহত সাতজনের নাম প্রকাশ করেছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম, লাল ঠা জার বম। সবাই খামতাং পাড়ার বাসিন্দা বলে জানিয়েছে সংগঠনটি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, রোয়াংছড়ির খামতাম পাড়া এলাকা থে‌কে আট জনের গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তা‌দের বান্দরবান সদর হাসপাতাল ম‌র্গে আনা হ‌চ্ছে। ত‌বে কে বা কারা তা‌দের মে‌রে‌ছে তা জানা যায়‌নি। মরদেহগুলো কোন গ্রু‌পের তাও বলা যা‌চ্ছে না।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *