চারদিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে মারা গেলো সীতাকুণ্ডে স্কুল ছাত্রী সানজিদা

সীতাকুণ্ডে প্রতিনিধি: চারদিন মুত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেলো সীতাকুণ্ডের বাড়বকুণ্ডস্থ চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী সানজিদা আক্তার (১৪)।

শুক্রবার ভোরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর পৌনে ৫টার সময় তার মুত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী।

সানজিদা বাড়বকুণ্ড ইউনিয়নের আলি চৌধুরী পাড়ার সরোয়ার আলম বাবুলের মেয়ে। মা হারা মেয়েটি ৯ বছর ধরে দাদী, খালা ও দিনমজুর বাবার কোলে পিঠে করে বড় হয়। গত মঙ্গলবার স্কুল ছুটি শেষে সহপাঠীদের সাথে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় উল্টো পথে আসা ট্রাকের ধাক্কায় সানজিদা মারাত্মক জখম হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব দে বলেন, “সানজিদা আক্তারের মাথায় মারাত্মক আঘাত পাওয়ার কারণে শরীরের অনেক অঙ্গ কাজ করছিল না। চিকিৎসকদের প্রাণপণ চেষ্টার পরও তাকে বাঁচানো গেলোনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *