২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বিমান যাত্রী মো. সোহেলের কাছে মিলল ১৭৫ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট। ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে এনএসআই টিমের বিশেষ নজরদারিতে এসব সিগারেটসহ ধরা পড়ে সোহেল।
এর আগে সিগারেটগুলো নিয়ে এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন সোহেল। গোপন সূত্রের খবরে বিমান বন্দরের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা কাস্টমসের সহযোগিতায় সিগারেটগুলো জব্দ করা হয়। সোহেলের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বলে জানা গেছে।
সিগারেটগুলো কাস্টম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এনএসআই কর্মকর্তারা।
Leave a Reply