ফটিকছড়ি প্রতিনিধি: প্রভাবশালীদের নাম ভাঙ্গিয়ে নানান নির্যাতনের স্বীকার হয়ে অবাধ্য পুত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক মা নুর জাহান বেগম (৬৫)।
সোমবার দুপুরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কেঁদে কেঁদে তার ছেলে নুর মোহাম্মদ মনা কর্তৃক নির্যাতনের বর্ণণা দেন। এই রমজান মাসেও তিনি নিজ বসতঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে দাবী করেন। এ ব্যাপারে একাদিক মামলা দায়েরের কথাও জানান তিনি।
লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি মালেয়শিয়া থেকে এসে নুর মোহাম্মদ তার পৈত্রিক বসতবাড়ি পুরোটাই নিজের নামে লিখে দিতে আমাকে চাপ প্রয়োগ শুরু করে। আমার মোট সাত সন্তান। একজনকে কিভাবে একতরফা সমস্ত সম্পদ লিখে দিবো? প্রশ্ন করলে সে ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার বড় ছেলের বউ জহুরা বেগমকে মারধর করে এবং তাকে মোটরসাইকেল দিয়ে হত্যার চেষ্টা করে। এতে তার কোমড়ের হাড় ভেঙ্গে যায়। এরপর আমাকে ও আমার নাতনী জেসমিনকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।
তিনি দাবী করেন এই অবাধ্যপুত্র নুর জাহান ফটিকছড়ির কতিপয় রাজনৈতিক নেতা ও জনপ্রধিনিধির নামে ভয় ভিতি প্রদর্শন করে এলাকায় কাউকে পরোয়া করেনা। আমার অন্যপুত্রদেরও হুমকী দমকী প্রদর্শন করছে। তার ভয়ে আমিসহ আমার অন্যপুত্রও তাদের পুত্র বধুসহ এই রমজানের দিনেও এবাড়ি ওপাড়ি পালিয়ে বেড়াচ্ছি। সে থানা পুলিশের সাথে দহরম মহরম সম্পর্কের কথাও বলে বেড়ায়।
তার নির্যাতনে অতিষ্ট হয়ে নুর জাহান বেগম চীপ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে নুর জাহান বেগমের ছেলে আজাদ, ছেলের বউ জোহরা বেগম উপস্থিত ছিলেন।
Leave a Reply