বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পটিয়া শাখার উদ্যোগে গত ১১ এপ্রিল (মঙ্গলবার) ইফতার মাহফিল ও মতবিনিময় সভা পটিয়া পৌর এলাকার কুশবু ডাইনে রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পটিয়া উপজেলার সভাপতি ও পটিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল।
বিএমএসএফ পটিয়া শাখার নেতা এস এম এ জুয়েলের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা সভাপতি ও পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, প্রধান বক্তা ছিলেন সাংবাদিক এস এম এ কে জাহাঙ্গীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের দক্ষিণ জেলা সহ-সভাপতি দৈনিক প্রথম আলো পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক, ডেলি অবজারভারের এটিএম তোহা, ইনকিলাবের এসকেএম নুর হোসেন, পূর্বকোণ প্রতিনিধি রবিউল আলম ছোটন, সি প্লাস প্রতিনিধি ওবাইদুল হক পিবলু, সময়ের আলোর প্রতিনিধি ও সংগঠনের পটিয়া শাখার নেতা মোরশেদ আলম ও মানব জমিনের শাহজাহান চৌধুরী।
অন্যন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দৈনিক কর্ণফুলীর কামরুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের আবদুর রহমান, দৈনিক সাংঙ্গু পটিয়া প্রতিনিধি গিয়াস উদ্দিন, দৈনিক সময়ের কাগজের আবদুল্লাহ আল নোমান, দৈনিক সমাচারের আবু মুছা, দৈনিক জনবানীর রনী কান্তি দেব, দৈনিক সময়ের কাগজ চন্দনাইশ প্রতিনিধি হেলাল উদ্দিন নিরব, এবি রহমান সহ প্রমূখ।
সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানা বলেন, ২০১৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সারাদেশে সাংবাদিকদের অধিকার আদায়ে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে। দেশের যেখানেই সাংবাদিকদের উপর হামলা, মামলা চালানো হয়েছে সেখানেই এই সংগঠন আন্দোলন সংগ্রাম করে তার প্রতিবাদ জানিয়েছে এবং জানাচ্ছে। আমি সবাইকে একটা কথা বলব সাংবাদিকদের ঐক্যের কোন বিকল্প পথ নেই। যেখানেই অনিয়ম, দূর্নীতি হয় সেখানে গিয়ে আপনারা তথ্য নিয়ে কলমের লেখনি দিয়ে তা জাতির সামনে তুলে ধরুন। আমরা আপনাদের পাশে আছি এবং থাকব। আপনারা নির্ভয়ে কাজ করে যান।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইয়ুব বাবুল বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না এবং জাতির চোখ তাই সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জাতিকে সঠিক তথ্য দেওয়া। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চিত্র ফুটে উঠে। তাই সবাইকে আমি বলব আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply