বাবা মহিউদ্দিন চৌধুরীর স্বপ্ন পূরণে তার সহযোদ্ধা মোছলেম উদ্দিনকে জিতিয়ে আনতে হবে-নওফেল

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে মোছলেম উদ্দিনের জয় নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উন্নয়ন এবং কালুরঘাট সেতু বাস্তবায়নের অঙ্গীকার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর চশমাহিলে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান। 

নওফেল বলেন, চট্টগ্রাম-৮ বোয়ালখালী ও চান্দগাঁও আংশিক আসনের উপ নির্বাচনে নৌকা প্রতীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ ছিলেন আমার প্রয়াত পিতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অন্যতম সহযোদ্ধা।

আসন্ন নির্বাচনে প্রয়াত পিতার স্বপ্ন পূরণের জন্য তার সহযোদ্ধা ও বঙ্গবন্ধুর আর্দশের শক্তি মোছলেম উদ্দিন আহমেদকে নৌকা প্রতীকে জিতিয়ে আনতে হবে। এজন্য ছোটখাটো মতভেদ উপেক্ষা করে বৃহত্তর স্বার্থে যার যার অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, সাবেক ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চুসহ সংসদীয় আসনের কয়েকজন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য : ২০১৮ সালে এ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল গত ৭ নভেম্বর ভারতের ব্যাঙ্গালুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে এ আসন শূণ্য ঘোষণা করে গত ১ ডিসেম্বর এ আসনে উপ-নির্বাচনের তপশীল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তপশীল অনুযায়ী এ আসনে আগামী ১৩ জানুয়ারি ১৭০টি ভোট কেন্দ্রে প্রথমবারের মতো ইল্কেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দীর্ঘ ৪৬ বছর পর আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন এ উপ নির্বাচনে। দলীয় প্রার্থী মোছলেম উদ্দিন আহমদকে পেয়ে উজ্জ্বীবিত নগর, জেলা-উপজেলার কর্মী সমর্থকরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *