ফেসবুকে  ”রামাদান” নিয়ে  কটাক্ষ করায় বন্দর মহিলা কলেজের অধ্যক্ষ বরখাস্ত 

চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার শেলিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র  মাহে রমজান নিয়ে কটাক্ষ করে পোস্ট দেওয়ার অপরাধে সামরিক বরখাস্ত করা হয়েছে ।

রবিবার (১৬ এপ্রিল) বন্দর পরিচালক  প্রসাশন এর সাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয় ।

বন্দর সুত্রে জানা যায় – বন্দর  মহিলা কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার শেলি সম্প্রতি সামাজিক  যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র  মাহে রমজানের আরবি উচ্চারণ  ”রামাদান” কে কটাক্ষ  করে পোস্ট দেয়,  তাতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বন্দর এলাকায় ব্যাপক প্রতিবাদের ঝড় উঠে,  এবং  ধর্মিয় অনুভূতি আঘাত সহ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে  ক্ষোভের সৃষ্টি হয়। তাতে মিছিল-মিটিং সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, সামপ্রদায়িক উসকানি সহ সরকারকে অস্থিতিশীল ও বিব্রতকর পরিস্থিতিতে ফেলা আশংকা সৃষ্টি হওয়ায় তাকে সাময়িক  বরখাস্ত করেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয় ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *