চাঁদ রাতে আসছে জেমসের নতুন গান ‘সবই ভুল’

ঈদুল ফিতরের চাঁদ রাতে প্রকাশ পাচ্ছে নগরবাউল জেমসের নতুন গান ‘সবই ভুল’। জেমস এবং বিশু শিকদারের যৌথভাবে কথায় গানটির সুর করেছেন গায়ক নিজেই।

বসুন্ধরা ডিজিটালের ইউটিউব প্লাটফর্মে মুক্তি পাবে গানটি। গেল বছরে এই প্লাটফর্মের ব্যানারে দীর্ঘ দিন পর নতুন গানে কণ্ঠ দিয়েছিলেন জেমস।

সোমবার এক আয়োজনে জেমসের আসন্ন গানটির স্মারক বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে জেমসের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে গানটির আনুষ্ঠানিক প্রকাশের তারিখও ঘোষণা করা হয়।

নতুন এই গানটি প্রসঙ্গে মাহফুজ আনাম জেমস বলেন, ‘প্রথম গানের শ্রোতাদের প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে সময় নিয়ে দ্বিতীয় গানটি করা হয়েছে। ভবিষ্যতে আরও কিছু একক গান তাদের সঙ্গে করবো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *