হালিশহরে বীর মুক্তিযোদ্ধার উপর হামলা : গ্রেফতার ১

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় মুক্তিযোদ্ধা মো. হারিসের (৭২) উপর সন্ত্রাসী হামলার দায়ে মো. ইলু (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নগরীর হালিশহর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে পুলিশ জানান ।

আজ ১৮ এপ্রিল মঙ্গলবার সকালে নগরীর হালিশহর ২৪ নম্বর ওয়ার্ডের আনন্দিপুর এলাকায় নিজ বাড়ির পুকুর ঘাটে এই হামলার শিকার হন তিনি। গ্রেফতারকৃত ব্যক্তি একই এলাকার মৃত মাজহারুল আনোয়ারের ছেলে।

হামলার বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহির বলেন, বীর মুক্তিযোদ্ধাকে হামলার ঘটনায় ইতিমধ্যে তিনজনকে অভিযুক্ত করে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনা তদন্তে ছয় সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় হামলায় সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। পূর্ব শত্রুতার জের ধরেই এই হামালা হয়েছে বলে ধারণা পুলিশের।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুর ঘাটে হাতমুখ ধোয়ার সময় হঠাৎ করে হামলার শিকার হন তিনি। সন্ত্রসীদের আঘাতে তার মাথা ফেটে যায় এবং প্রচন্ড রক্তক্ষরণ হয়। এসময় অবস্থা গুরুত্বর দেখে তৎক্ষনাৎ তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায় এলাকাবাসী। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর মাথার আঘাতপ্রাপ্ত স্থানে ছয়টি সেলাই দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *