২৪ ঘন্টা ডট নিউজ। বিনোদন ডেস্ক : মিজানুর রহমান মিজান পরিচালিত অ্যাকশন গল্পনির্ভর নতুন বাংলা ছবি ‘তোলপাড়’। এ ছবির চিত্রনায়িকা হিসেবে অভিনয় করছেন শাকিবা বিনতে আলী। তার বিপরীতে অভিনয় করছেন সনি রহমান।
অ্যাকশন গল্পনির্ভর এবং রোমান্টিক দৃশ্যের ছবিটি দর্শকরা পছন্দ করবেন এমন আশা ব্যক্ত করেছেন ছবির নায়িকা শাকিবা বিনতে আলী। তিনি বলেন, নতুন এ ছবিতে কাজ করে ভালো লাগছে। অনেকদিন পর আবার কাজ শুরু করেছি। সবার সঙ্গে নতুন কাজ নিয়েও কথা চলছে।
সাকিবা বলেন, তোলপাড় ছবি ছাড়াও সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ ছবিতে একজন টিভি সাংবাদিকের অভিনয় করেছি। নতুন বছরে নতুন সিনেমায় দর্শকরা আমাকে দেখতে পাবেন। আশা করি, সামনে ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে পারবো।
এ ছাড়া আহমেদ ইলিয়াস ভুঁইয়ার পরিচালনায় চিত্রনায়ক সনি রহমানের সাথে নতুন এক সিনেমায় কাজ করার কথা চলছে। এ ব্যাপারে ইতিমধ্যে মিটিংও হয়েছে। আশা করছি খুব শিগগিরই ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। ছবিটিতে আরো একজন হিরো থাকার কথা রয়েছে বললেন চিত্রনায়িকা সাকিবা।
গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সাজিন আহমেদ বাবুর টেলিছবি ‘চলো না ঘুরে আসি’তেও কাজ করেছেন শাকিবা। শাকিবার অভিনীত সর্বশেষ ছবি শাহ আলম কিরণের ‘মাটির ঠিকানা’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। এছাড়া কলকাতার পরিচালক রাজা সেনের সঙ্গে ‘সুরমাই’ নামে একটি ছবিতে কাজের বিষয়ে কথা হয়েছে বললেন চিত্রনায়িকা সাকিবা বিনতে আলী।
Leave a Reply