২৪ ঘন্টা ডট নিউজ।কামরুল দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডের ফৌজদারহাটে লরীর সাথে কারের সংঘর্ষে নিহত বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক সাইফুজ্জান মিন্টু তার দুই মেয়েসহ নিজ গ্রামে চির নিদ্রায় শায়িত হলেন।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়নের পিরোজপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে বাবা সাইফুজ্জামান ও পরে দুই মেয়ে আশরা আনাম খান (১৩) ও তাসমিন জামান খানের (১১) জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ অংশ নেন।
এদিকে এ ঘটনায় নিহত সাইফুজ্জামান মিন্টুর স্ত্রী কনিকা আক্তার (৪০) ও ছেলে মন্টু (১০) চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচ এ হস্তানন্তর করা হয়।
গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার সময় ফৌজদারহাটস্থ বাংলা বাজারের বন্দর বাইপাস মোড়ের মহাসড়কে বান্দরবান থেকে বেড়িয়ে ঢাকার উদ্যেশে ফেরার পথে নিজের কারের সাথে লরীর মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে প্রাণ হারান দুই মেয়ে। মূমূর্ষবস্থায় সাইফুজ্জামান, স্ত্রী এবং ছেলেকে চমেক হাসপাতালে নিয়ে গেলে মাথায় মারাক্তক আঘাতের কারণে ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামানকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত চট্টগ্রামে ছুটে আসেন আত্নীয়-স্বজনরা। তাদের অনুরোধে পিতা ও দুই মেয়ের লাশ পোষ্টমোটেম ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে একই পরিবারের তিনজনের লাশ নিজ গ্রামেে পৌছালে শত শত মানুষ কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যে অবতারনা হয়। হঠাৎ করে এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।
Leave a Reply