মিরসরাইয়ে আম কুড়াতে গিয়ে কিশোরীর মৃত্যু

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে আমকুড়াতে গিয়ে পুকুরে ডুবে ৭ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত কিশোরীর নাম নুসরাত জাহান নওরীন। সে সাহেরখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নজু ভূঁইয়া বাড়ির আনোয়ারের বড় মেয়ে।

মঙ্গলবার ( ১৬ মে) দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

নুসরাতের জেঠাতভাই আব্দুর রহিম জানান, আমার চাচা আনোয়ার সাহেরখালী ভোরের বাজারে একজন ব্যবসায়ী। তাকে সবাই হাফেজ নামে ডাকে। তার ৩ কন্যার মধ্যে নুসরাত সবার বড়। আজকে দুপুরে আম কুড়াতে গিয়ে একটি পুকুরে পড়ে যায়। কিন্তু সাতার না জানায় কুলে উঠতে পারে নাই। তাকে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে মৃত পাওয়া যায়। আসর নামাজের পর তার জানাজা সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সাঁতার না জানায় সে কুলে উঠতে পারে নাই। সে সাহেরখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *