সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের অসুস্থ নেতা-কর্মীদের দেখতে গেলেন এমপি দিদারুল আলম

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান অসুস্থ আবুল কালামসহ অসুস্থ দলীয় নেতাকর্মীদের দেখতে যান চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

শনিবার সকালে তিনি উপজেলার অসুস্থ দলীয় নেতাকর্মীদের বাসায় দেখতে যান এবং স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এমপি দিদার সকালে অসুস্থ আবুল কালামের বাসায় যান, সেখান থেকে কুমিরা ইউপি সদস্য অসুস্থ মোঃ আলাউদ্দিনকে তার বাসায় দেখতে যান, এরপর বরিশালের কীর্তনখোলা নদীতে জাহাজে অগ্নিকাণ্ডে নিহত কুমিরা কাজীপাড়া এলাকার বাসিন্দা মোঃ কুতুবউদ্দিন ও তার ছেলে মোহাম্মদ ফারদিন আরাফাত স্বাধীনের পরিবারকে দেখতে যান।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, নাজিম উদ্দীন, কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো, মফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন আহমেদ, মাইমুন উদ্দীন মামুন, জাহাঙ্গীর ভূইয়া, জালাল আহমেদ, মোফাক্কার আলম চৌধুরী, রুহুল আমিন, খোরশেদ আলম, মোঃ শাহাবুদ্দিন, ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দিন, আলতাফ মাহমুদসহ আওয়ামিলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *