ঘন কুয়াশার কবলে আন্তর্জাতিক ৩ ফ্লাইট : শাহআমানতে না নেমে শাহজালালে অবতরণ

ঘন কুয়াশার কবলে শাহ আমানত বিমান বন্দর

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : মাত্র দেড় ঘন্টার ব্যবধানে চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ঘন কুয়াশার কবলে পড়েছে আন্তর্জাতিক তিনটি ফ্লাইট।

সোমবার সকাল ৭টা থেকে সাড়ে আটটার মধ্যে এ তিনটি ফ্লাইট চট্টগ্রাম বিমান বন্দরে নামার কথা থাকলেও ঘন কুয়াশার কবলে পড়ে ফিরে গেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

বিমান বন্দর সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৭টায় দোহা থেকে আসা রিজেন্ট এয়ারলাইন্সের ফ্লাইট, সকাল ৮টা ২২ মিনিটে দোহা থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট ও ৮টা ২৬ মিনিটে মাসকাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৭ ড্রিমলাইনার প্লেন ঘন কুয়াশার কারণে চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। ফলে এ তিনটি আন্তর্জাতিক বিমান ফিরে গেছে ঢাকা বিমান বন্দরে।

তথ্যটি নিশ্চিত করে বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক খায়রুল কবির বলেন, সকাল ৯টার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠা নামা স্বাভাবিক হতে শুরু করে। এর আগে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো এক ঘন্টা দেরিতে ছেড়েছে।

এছাড়া ঘন কুয়াশার কারনে আন্তর্জাতিক তিনটি ফ্লাইট অবতরণ করতে না পেরে ঢাকায় অবস্থান করছে। দ্রুত সময়ের মধ্যে ফ্লাইটগুলো চট্টগ্রামে চলে আসবে বলে জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *