২৪ ঘন্টা ডট নিউজ।রাউজান প্রতিনিধি : দৈনিক ইত্তেফাকের রাউজান প্রতিনিধি সাংবাদিক গাজী জয়নাল আবেদীন জুবায়ের’র পিতা গাজী আব্দুল কাদের আর নেই।
৩০ ডিসেম্বর সোমবার বিকাল তিনটায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪ নং ওয়ার্ডের এইচডিইউ ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ শারীরিক রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
৩০ ডিসেম্বর রাত ১০ টায় স্থানীয় জামে মসজিদ ময়দানে নামাজে জায়নাজা শেষে হযরত সোনা গাজী (রহ:) ও হযরত টোনা গাজী শাহ (রহ:) গোরস্থানে দাফনকাজ সম্পন্ন হয়।
গাজী জয়নালের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, রাউজান সাংবাদিক কল্যাণ সমিতি, রাউজান সাহিত্য পরিষদ, পাহাড়তলী নজরুল ক্লাবসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।
Leave a Reply