ফোর এইচ গ্রুফের প্রতিষ্ঠান ডিভাইন ডিজাইন লিঃ এবং এলামুড এ্যাপারেলস লিঃ এ বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস পালন করা হয়। কারখানার কর্মচারী ও কর্মকর্তাদের নিয়ে একটি র্যালী বিসিক শিল্প এলাকায় প্রদক্ষিণ শেষে কারখানায় এসে শেষ হয়। পরে কারখানা প্রধান ও সেইফটি কমিটির সভাপতি সায়েদুর রহমান এর সভাপতিত্তে আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
এক্সিকিউটিভ কে,এম,মঈনউদ্দীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র এক্সিকিউটিভ এম, ইউ মিলন, ফায়ার এন্ড সেইফটি অফিসার আব্দুল করিম, ইন্জিনিয়ার মোঃ তৌহিদুল আলম, ফায়ার অফিসার মোঃ তৌহিদুল ইসলাম,উদয় শংকর দাস, নাইমুর রশিদ রুমন, সেইফটি কমিটির সহঃ সভাপতি রুমা আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন কারখানা নিরাপদ রাখার জন্য অগ্নি নিরাপত্তা, বৈদূ্তিক নিরাপত্তা,কাঠামোগত নিরাপত্তা এবং স্বাস্থ্যগত নিরাপত্তার জন্য একর্ড ও এলায়েন্স কর্তৃক সংশোধিত কাজগুলো আরো উন্নতির মাধ্যমে সব ধরনের নিরাপত্তা বজায় রেখে সেইফটি কমিটিকে কার্যকর ভুমিকা পালন করতে হবে।
Leave a Reply