সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বড় ভাই আশীষ চৌধুরীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সদস্য সচিব ও ইপসার অর্থ সম্পাদক পলাশ চৌধুরীর বড় ভাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশীষ কুমার চৌধুরী (৬৫) পরলোকগমন করেছেন।

আজ রবিবার (২৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ড পৌরসভার কলেজ রোডের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, ৩ ভাই ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এদিকে আশীষ কুমার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা বদিউল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, এম, হেদায়েত, সেকান্দর হোসাইন, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সভাপতি লায়ন মোঃ আকবর আলী খোকন, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ পরিষদের সদস্য সচিব লায়ন মোঃ গিয়াস উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

তারা শোকশপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *