দ্বাদশ সংসদ নির্বাচনের সংসদীয় সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত গেজেটে কয়েকটি আসনে পরিবর্তন এসেছে।
শনিবার চূড়ান্ত এ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ৩০০ আসনের সীমানার খসড়া প্রকাশ করেছিল কাজী হাবিবুল আউয়াল কমিশন। সেখানে একাদশ সংসদ নির্বাচনের সীমানা বহাল রাখে বর্তমান কমিশন।
খসড়া প্রকাশের পর দাবি কিংবা আপত্তি জমা দিতে ১৯ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়। ৩৮টি আসনের বিপরীতে দাবি-আপত্তির আবেদন পড়েছিল শতাধিক। পরে ৩ থেকে ১৪ মে পর্যন্ত চার দিনে শুনানি শেষ করে কমিশন। কয়েকটি আসনের দাবি-আপত্তি আমলে নেয় ইসি।
গত মঙ্গলবার নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছিলেন, সীমানা পুনর্নির্ধারণের জন্য জমা পড়া আবেদনগুলো শুনানি করে যেগুলো গ্রহণযোগ্য সেগুলো আমলে নেয়া হয়েছে। অল্প কয়েকটা আসনে সীমানা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। এটা গেজেট করার জন্যে ইসি সচিবালয়ে পাঠানো হয়েছে।
Leave a Reply