জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ পালনকালে চট্টগ্রাম জেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের দশম শ্রেণির ছাত্রী শ্রাবন্তী চৌধুরী।
চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/প্রতিষ্ঠান প্রধান/শ্রেণি শিক্ষক/শিক্ষার্থী বাছাই কমিটির সদস্য সচিব মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী স্বাক্ষরিত চিঠিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
শ্রাবন্তী আগামী ২০২৪ সালে বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী। জেলার রাউজান পৌরসভার পশ্চিম রাউজানের ৯নং ওয়ার্ডের বাসিন্দা সন্তোষ মাস্টার ও আরতী চৌধুরীর নাতনি এবং আশীষ চৌধুরী ও জয়া চৌধুরীর মেয়ে শ্রাবন্তী।
সে ২০২১ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সংগীতে রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেছেন। এ ছাড়া গত বছর দেশাত্মবোধক গানে বিভাগীয় পর্যায়ে ২য় স্থান অর্জন অধিকার করেন শ্রাবন্তী। তার মা চট্টগ্রামস্থ বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত। শ্রাবন্তীর বড় ভাই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বড় বোন একই বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। সে সকলের নিকট আশীর্বাদ প্রার্থী।
Leave a Reply