বন্দর নগরী চট্টগ্রামের বহদ্দারহাটস্থ ভোজন বাড়িতে গত ৯ জুন (শুক্রবার) বাংলাদেশ সনাতন পার্টির চান্দগাঁও থানার আহ্বায়ক নয়ন বিশ্বাংগ্রীর সঞ্চালনায় বাংলাদেশ সনাতন পার্টির উদ্যোগে চট্টগ্রাম মহানগরসহ উত্তর দক্ষিণ ও উপজেলার কমিটি গঠনের উদ্দেশ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সনাতন পার্টির কেন্দ্রীয় সভাপতি আশিষ কুমার দাশ প্রধান বক্তা ছিলেন সনাতন পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট সুমন কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি ডা. বাসুদেব রায় চন্দন, বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ সংগঠক নারায়ণ মজুমদার,
চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রুপক কান্তি দেবনাথ, চান্দগাঁও থানা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীরণ দাশ মহোদয়, সহ অ্যাডভোকেট সঞ্জয় চক্রবর্তী, মিটুন রায়, অজয় ভট্টাচার্য, গৌরাঙ্গ দে।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টি চট্টগ্রাম মহানগর চান্দগাঁও থানার সদস্য সচিব নিউটন চৌধুরী চট্টগ্রাম বাকলিয়া লায়ন্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক টিংকু চৌধুরী, সাংবাদিক অভি পাল, জুয়েল পাল, শুভ ভট্টাচার্য,
বাবু তালুকদার, আকাশ চৌধুরী, প্রবাল দাশ অনুরাগ, মিলন বৈদ্য, সাগর দাশ, আকাশ দাশ, বাদশা দাশ, অসীম দাশ অভি, রাজু আচার্য, শ্যামল ভট্টাচার্য, পলাশ দেব, নীলকৃষ্ণ নাথ, রিপন নাথ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সনাতন পার্টি সনাতনী সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার ও সুরক্ষার জন্য কাজ করবে। সকল সনাতনীদের বিপদে আপদে পাশে দাঁড়াবে। তাই সকল সনাতনীদের কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে নিজেদের মধ্যে থাকা সংগঠনের পদের প্রতি লোভ লালসা, প্রতিহিংসা, ঝগড়াঝাঁটি ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply