সীতাকুণ্ড প্রতিনিধ: এবারেরর পবিত্র ঈদুল আজহা’র পশু বাজারে চট্টগ্রামের সীতাকুণ্ডের সবচেয়ে বড় গরু “কালা বাবু” বিক্রি হয়নি। কালা বাবুর ওজন প্রায় ২৫ মন। দাম হাঁকা হয়েছে ১২ লাখ। গরুটির দাম উঠেছে সাগে ৭লাখ টাকা। জানালেন গরুর মালিক রাশেদুল করিম। তিন বছর ধরে লালনপালন করে গরুটি এবার সীতাকুণ্ডের মধ্যে সবচে বড় গরু বলে দাবি করেন রাশেদ।
তিনি বলেন, গরুটি বাঁশবাড়িয়া বাজার ও বাড়বকুণ্ড বাজারে নেওয়া হয়েছিল। হাতে গোনা কয়েকজন ক্রেতা গরুটির দরদাম করেছিলেন। একজন মাত্র সাড়ে সাত লাখ টাকা বলেছিলেন। ৯ থেকে ১০ লাখের মধ্যে হলে বিবেচনা করতেন তিনি। এদিকে উপজেলার মধ্যে সবচেয়ে বড় গরু হিসেবে এটি নিয়ে পত্র-পত্রিকা, টিভি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচার পায়। অনেকে গরুটি দেখতে রাশেদের বাড়িতে ভিড় করেন।
রাশেদুল করিম বলেন, তিনি পেশাদার গরু ব্যবসায়ী নন। সাড়ে তিন বছর আগে শখের বশে ছয় দিনের বাচ্চাসহ একটি গাভি কিনেছিলেন তিনি। তাকেই লালন-পালন করে আজকের এই কালাবাবু। প্রচুর শ্রম দিয়েছেন তিনি। এ গরুটি বড় করতে গিয়ে ছোটখাটো একটি খামারও করেছেন। এবার গরুটি বিক্রি করতে পারলে ভালো লাগতো। এত বড় গরু কোরবানী ছাড়া তেমন কেউ কিনতে চায়না। তবে এবার বিক্রি না হলে আগামীবার বিক্রি করবেন বলে জানান তিনি।
Leave a Reply