আইসিসির চোখে, বিশ্বকাপের যে পাঁচ ম্যাচ অবশ্যই দেখতে হবে

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি মঙ্গলবার (২৭ জুন) ঘোষণা করে আইসিসি। আর সূচি ঘোষণার পরপরই গ্রুপ পর্বের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে বিশেষ নজর রাখতে বলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি। এরমধ্যে জায়গা পেয়েছে বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচও।

ওয়ানডে বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তান মহারণ আহমেদাবাদ মাঠে গড়াবে! এদিকে বাংলাদেশ দল বিশ্বকাপ মিশন শুরু করবে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমে। এদিকে গেলবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচে দেখা যেতে পারে রোমাঞ্চের ছড়াছড়ি।

আইসিসির মতে বিশ্বকাপের যে পাঁচটি ম্যাচ অবশ্যই দেখতে হবে-

ভারত-পাকিস্তান (আহমেদাবাদ, ১৫ অক্টোবর)

ইংল্যান্ড-নিউজিল্যান্ড (আহমেদাবাদ, ৫ অক্টোবর)

ভারত-অস্ট্রেলিয়া (চেন্নাই, ৮ অক্টোবর)

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা (লখনৌ, ১৩ অক্টোবর)

বাংলাদেশ-আফগানিস্তান (ধর্মশালা, ৭ অক্টোবর)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *