শীতার্ত মানুষদের শীত বস্ত্র দিলেন কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগর

শীত বস্ত্র বিতরণ

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগর। বুধবার ১ জানুয়ারি বিকেল সাড়ে তিনটায় নগরীর সিআরবি শিরীষতলায় এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক ও দৈনিক আজাদীর সম্পাদক মো. আব্দুল মালেক, সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন।

এসময় মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *