আজাদী বাজার মাদ্রাসার মোহতামিমকে পদত্যাগে এলাকাবাসীর ৯৬ ঘণ্টা আল্টিমেটাম

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির আল জামেয়া ইসলামিয়া আজাদীবাজার মাদ্রাসার মোহতামিম মৌলবি হাবিব উল্লাহ আজাদীর পদত্যাগের জন্য ৯৬ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছেন এলাকাবাসী।

শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মোহতামিমের বিরুদ্ধে মাদ্রাসার অর্থ আত্নসাৎ, লুটপাট, সেচ্চাচারিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন মাদ্রাসা স্বার্থ সংরক্ষণ পরিষদ ও এলাকাবাসী।

এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পেশ করেন মাওলানা মুহাম্মদ আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৪ বছর পূর্বে বর্তমান মোহতামিম মৌলবি হাবিব উল্লাহ আজাদী মাদ্রাসার মোহতামিমের দায়িত্বে আসার পর থেকেই মুলত মাদ্রাসার অধ:পতন শুরু হয়। তার বিতর্কিত নানাবিধ কর্মকান্ড, দুর্নীতি, সেচ্চাচারিতায় শিক্ষার পরিবেশ প্রায় নষ্ট, যা চোখের সামনে প্রত্যক্ষ করে স্থানীয় এলাকাবাসী চরম ক্ষুদ্ধ ও হতাশ।

লিখিত বক্তব্যে এলাকাবাসী আরোও বলেন, এই মৌলভী হাবিব উল্লাহ প্রতারক শুধু নন তিনি জঘন্য পর্যায়ের মিথ্যাবাদীও। দুর্নীতি লুটপাটের খবর প্রচারিত হয়ে যাওয়াতে এসবকে ধামাচাপা দিতে মাদ্রাসা মার্কেটের বিরোধকে উসকে দিয়ে তার এসব দুর্নীতির প্রতিবাদ করায় এলাকাবাসী ও মাদ্রাসার হিসাব রক্ষকসহ মোট ৮ জনকে বিবাদী করে তিনি বাদী হয়ে গত ৮ জুলাই ফটিকছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সংবাদ সম্মেলনে এলাকাবাসী আগামী ৭২ ঘন্টার মধ্যে মাদ্রাসার মজলিশে শুরার বৈঠক আহবান করে মোহতামিম মৌলবি হাবিবউল্লাহ আজাদীর বিচারপুর্বক তাকে মাদ্রাসা থেকে আজীবনের জন্য বহিষ্কার করার জোরালো দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ নুরুল আলম
মোহাম্মদ রফিক, হাফেজ এমদাদ উল্লাহ, মাওঃ ফয়েজ উল্লাহ, মোহাম্মদ সোলাইমান, আবুল বশর, ওবাইদুল হক পটু, নুরুল আলম নুরু, হাফেজ ইলিয়াছ, আবুল কালাম প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *