শাটডাউন এড়াল যুক্তরাষ্ট্র

কংগ্রেসের ভোটাভুটিতে শেষমেষ শাটডাউন তথা সরকারি বড় বড় প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের অবস্থা থেকে উত্তোরণ ঘটাতে পেরেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার রাতে শেষ মুহূর্তে এসে স্বল্পমেয়াদি অর্থায়ন বিল পাস হয় মার্কিন কংগ্রেস।

বিলটি পাস না হলে যুক্তরাষ্ট্রের জাতীয় পার্ক বন্ধের পাশাপাশি ৪০ লাখ কেন্দ্রীয় কর্মীর বেতন-ভাতা পরিশোধ বন্ধ হয়ে যেত।

নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও উচ্চকক্ষ সিনেট যে বিলটি পাস করেছে তাতে নভেম্বরের মধ্যবর্তী সময় পর্যন্ত সরকারি সংস্থাগুলোর ব্যয়ভারের অনুমোদন রয়েছে। তবে এই বিলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে সহযোগিতা তহবিলের কথা বলা হয়নি।

এবার শাটডাউন হলে তা হতো এক দশকের মধ্যে চতুর্থ শাটডাউন। মাত্র চার মাস আগে জাতীয় ঋণসীমা বৃদ্ধি নিয়ে দেশটির প্রধান দুই রাজনৈতিক দল যেভাবে পরস্পরের মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল, তখনও এমন শাটডাউনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এ যাত্রায় শাটডাউন এড়ানো গেলেও ক্ষুণ্ন হয়েছে দেশটির ভাবমূর্তি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *