রাউজানে শয়নকক্ষ থেকে গৃহবধূর লাশ উদ্ধার, শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পরিবারের

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে নিজ শয়নকক্ষ থেকে নুর জাহান আকতার মনি (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ অক্টোবর রবিবার বিকেলে উপজেলার ১ নং হলদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জানিপাথর এলাকায় এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে সন্ধ্যায় রাউজান থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন গৃহবধূর স্বামী মো. এনাম (২২) ও তার ভাইয়ের স্ত্রী।

জানা গেছে, গত ৪ বছর  আগে ফটিকছড়ি উপজেলা লেলাং ইউনিয়নের হাসান আলীর কন্যা নুর জাহান আকতার মনির সাথে প্রেমঘটিত সম্পর্কের সূত্র ধরে রাউজান উপজেলার হলদিয়ার জানিপাথর এলাকায় এনামের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে গৃহবধূ মনিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করছে তার পরিবার।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, গৃহবধূ বিষপান করে আত্নহত্যা করেছে মর্মে আমাকে তার শ্বশুরবাড়ি থেকে খবর দেওয়া হয়।এরপর আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি ওই গৃহবধুর শরীরের বিভিন্নস্থানে দাগ রয়েছে। তার কক্ষের বালিশ ও বেড এলেমেলো অবস্থায় ছিল। আমার ধারণা মারধর করার পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, স্ত্রীকে তার স্বামী হত্যা করেছে মর্মে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহত গৃহবধূ নুর জাহান আকতার মনির ৯বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *