আমিন কলোনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আ জ ম নাছিরের অর্থ সহায়তা

আমিন শিল্পাঞ্চল ওয়ার্ডস্থ আমিন কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩২ টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

আজ বুধবার (৪ অক্টোবর) দুপুরে আ জ ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ (এম.পি) আমিন শিল্পাঞ্চল ওয়ার্ডস্থ আমিন কলোনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান।

এসময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের সাথে অগ্নিকান্ডের বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। সাংসদ নোমান আল মাহমুদ ক্ষতিগ্রস্তদেরকে সরকারি তহবিল থেকে সহায়তার প্রতিশ্রুতি দেন।

পরিদর্শনের সময় ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, ৪৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক এম ইলিয়াস সরকার, গ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম জে আবেদিন লিটন, ক ইউনিট আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক আঃ রহমান, বি ইউনিট সভাপতি ফয়েজ ভূইয়া, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *