কেউ পূজার পরিবেশ নষ্ট করতে চাইলে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন: আইজিপি

কোনো দুষ্কৃতিকারী ব্যক্তি বা মহল পূজার পরিবেশ নষ্ট করতে চাইলে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

তিনি বলেছেন, যদি কোনো দুষ্কৃতিকারী ব্যক্তি অপকর্ম করতে চায়, পূজার পরিবেশ নষ্ট করতে চায়, তাদের সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন। আর যদি ধরতে সম্ভব না হয় অন্তত পক্ষে চিহ্নিত করে রাখবেন আমরা তাদের ধরে ফেলবো।

রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

পূজা উদযাপন কমিটির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাত ১২ টার পর থেকে সকাল ৭ টা পর্যন্ত দুষ্কৃতিকারীরা সুযোগ নেয়। এসময়ে একটা অঘটন ঘটিয়ে হিন্দু ভাইদের মনে কষ্ট দেওয়ার অপচেষ্টা চালায়। আমরা আপনাদের আহ্বান করবো একজন না একজন এসময়ে মণ্ডপে থাকেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *