পটিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সেলিম, সম্পাদক কাউছার

পটিয়া রিপোর্টার্স ইউনিটির (পিআরইউ) আত্মপ্রকাশ হয়েছে। পটিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ সংগঠন যাত্রা শুরু করেছে।

এ উপলক্ষ্যে ২৭ অক্টোবর (শুক্রবার) রাতে পটিয়া পৌরসদরস্থ সংগঠনের কার্যালয়ে এক সভা শেষে সর্ব সম্মতিক্রমে দেশ রুপান্তরের পটিয়া প্রতিনিধি আ ন ম সেলিম উদ্দিন চৌধুরীকে সভাপতি, সকালের সময়ের নয়ন শর্মাকে সহ-সভাপতি, কালের কন্ঠের পটিয়া প্রতিনিধি কাউছার আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

যুগ্ম সম্পাদক করা হয়েছে দেশ বার্তার অরুন নাথকে, ক্লিক নিউজের মো. রিদওয়ানকে অর্থ সম্পাদক, আজকের দর্পনের শাহেদ খান হৃদয়কে প্রচার সম্পাদক, দেশ বর্তমানের আকবর উদ্দিন খানকে দপ্তর সম্পাদক, দৈনিক কাগজের জাফর আলম আশিককে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে।

এছাড়াও নগর নিউজের আকরাম খান ও রিদুয়ান মো. ইরফানকে নির্বাহী সদস্য করা হয়েছে।

কমিটি গঠন প্রক্রিয়া পূর্ব এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ওমর ফারুক, নজরুল ইসলাম, সুরঞ্জিত শীল, রাজীব সেন প্রিন্স।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *