রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর জাতীয় চার নেতাকে জেলে হত্যাকাণ্ডের ঘটনাটি বাঙালি জাতির ইতিহাসে দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। এই কলঙ্কজনক অধ্যায়ের কুশীলবদের প্রেতাত্বারা এখনো দেশের ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাদের ষড়যন্ত্রের জবাব এ দেশের শান্তিকামী মানুষ সঠিক সময়ে দেবে।
চট্টগ্রামের রাউজানে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ৩ নভেম্বর শুক্রবার উপজেলার গহিরা ইউনিয়নে সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফারাজ করিম চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা বোরহান উদ্দিন কাদেরী।
Leave a Reply